ভোটার তালিকা পরিদর্শনঃ সংশ্লিষ্ট অফিস প্রধানের নিকট সাদা কাগজে ২৫ টাকা মূল্যের কোট ফি সংযুক্ত করে আবেদন দিতে হবে এবং ১/০৬০১/০০০৫/২৬৩১ নং কোডে ৫০/-(পঞ্চাশ) টাকার ট্রেজারী চালান জমা দিতে হবে।
ভোটার তালিকার সার্টিফাইড কপি সংশ্লিষ্ট অফিস প্রধানের নিকট সাদা কাগজে ২৫ টাকা মূল্যের কোট ফি সংযুক্ত করে আবেদন দিতে হবে এবং ১/০৬০১/০০০৫/২৬৩১ নং কোডে ১০০/-(একশত) টাকার ট্রেজারী চালান জমা দিতে হবে।
ভোটার তালিকাভূক্ত হওয়াঃ ১) নির্বাচন কমিশনের ঘোষিত সময়সীমা অনুযায়ী কমিশন কর্তৃক নির্ধারিত স্থানে নির্দিষ্ট ফরম পূরণসহ ছবিতোলার মাধ্যমে। ২) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ফরম-১১, ফরম-২ পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সাথে সংযুক্তি হিসাবে
(ক) পিতা, মাতা ও স্বামী/স্ত্রীর (প্রযোজ্য ক্ষেত্রে) আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত
(খ) ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন এর ফটোকপি সত্যায়িত
(গ) এসএসসি/সমমানের সার্টিফিকেট এর ফটোকপি/পিএসসি বা সমমান/ জেএসসি বা সমমান সনদ/ নাগরিক সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
(ঘ) আবেদনকারী/অভিভাবকের বিদ্যুৎ বিল/পৌরকর রশিদ/চৌকিদারি রশিদের ফটোকপি সত্যায়িত
(ঙ) অন্যান্য ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়া আদায় রশিদের কপি
জাতীয় পরিচয়পত্র পাওয়াঃ ১) নির্বাচন কমিশনের ঘোষিত সময়সীমা অনুযায়ী কমিশন কর্তৃক নির্ধারিত স্থানে নির্দিষ্ট ফরম পূরণসহ ছবিতোলার মাধ্যমে ভোটার হওয়া ও পরবর্তীতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ হতে প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস হতে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
২) অন্যান্য সময়ে কমিশন সচিবালয়ের সচিব মহোদয় বরাবর সাদা কাগজে আবেদন দিতে হবে। সচিব মহোদয় এর অনুমোদন সাপেক্ষে নির্দিষ্ট ফরম পূরণসহ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ,আগারগাঁও, ঢাকাতে ছবিতোলার মাধ্যমে ভোটার হওয়া ও পরবর্তীতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ হতে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা।
৩) হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র পেতে হলেঃ-
× সংশ্লিষ্ট ব্যক্তিকে থানায় জি.ডি করতে হবে। জিডিতে অবশ্যই ভোটার নম্বর/পরিচয়পত্র নম্বর উল্লেখ থাকতে হবে।
× উপজেলা নির্বাচন অফিসে এসে হারানো জাতীয় পরিচয় পত্র পুনরায় ইস্যু ফরম পূরণ করে আবেদন করতে হবে। জিডির মুলকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
× আবেদনের পর যত দ্রুত সম্ভব জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ হতে প্রাপ্তি সাপেক্ষে আইডি কার্ডটি উপজেলা নির্বাচন অফিস হতে পাবেন। (সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ)
* অাবেদনের সাথে নির্ধারিত ফি (আর্থিক প্রতিষ্ঠানে জমা প্রদান) পরিশোধ করতে হবে। আবেদনের সাথে ফি প্রদানের রশিদ সংযুক্ত করতে হবে।
এছাড়াও সরাসরি মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা নির্দিষ্ট ফরম-৬ পূরণের মাধ্যমে জিডির কপি সংযুক্ত করে আবেদন করতে হবে। জরুরী ফি প্রদান সাপেক্ষে
জাতীয় পরিচয়পত্র সংশোধন করাঃ ১) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে উপর্যুক্ত দলিলাদি সংযুক্তপূর্বক জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করতে হবে। সংশ্লিষ্ট আবেদনপত্রটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ,আগারগাঁও, ঢাকা মহোদয়ের কার্যালয় হতে সংশোধন হওয়া সাপেক্ষে জাতীয় পরিচয়পত্রটি বিতরণ করা হয়।
২) মহাপরিচালক , জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ,আগারগাঁও, ঢাকা বরাবর নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনের যথার্থতা যাচাই করার লক্ষ্যে মহাপরিচালক সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস বরাবর তদন্তের জন্য প্রেরণ করেন। জেলা নির্বাচন অফিস উক্ত আবেদনপত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের নিকট প্রেরণ করে। উপজেলা নির্বাচন অফিস হতে তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে জেলা নির্বাচন অফিসার তাঁর মতামতসহ তদন্ত প্রতিবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ,আগারগাঁও, ঢাকাতে প্রেরণ করেন। পরবর্তীতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ,আগারগাঁও, ঢাকা হতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয়।
৩। অনলাইনেও সংশোধন সংক্রান্ত আবেদন করা যাবে। https://services.nidw.gov.bd ঠিকানায় গিয়ে রেজিষ্ট্রেশন করে আবেদন করা যাবে।
* অাবেদনের সাথে নির্ধারিত ফি (আর্থিক প্রতিষ্ঠানে জমা প্রদান) পরিশোধ করতে হবে। আবেদনের সাথে ফি প্রদানের রশিদ সংযুক্ত করতে হবে।
ভোটার স্থানান্তর করাঃ ১) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে ফরম-১৩ পূরণ ও উপর্যুক্ত দলিলাদি সংযুক্তপূর্বক ভোটার স্থানান্তরের আবেদন করা যাবে।
মৃত ভোটার কর্তনঃ কোন ভোটার মারা গেলে জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক মৃত্যু নিবন্ধন সনদ নিয়ে ফরম-১২ পূরণপূর্বক আবেদনের মাধ্যমে কর্তন করা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস