উপজেলা নির্বাচন অফিস
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়াধীন মাঠ পর্যায়ের একটি প্রতিষ্ঠান উপজেলা নির্বাচন অফিস ঝিনাইদহ পুরাতন ডিসিকোর্ট চত্বরে ৩তলা বিল্ডিং এর নিচ তলায় উপজেলা নির্বাচন অফিস, ঝিনাইদহ সদর অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে এবং সে অনুযায়ী পরিচালিত হয়। ঝিনাইদহ সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার বর্তমান সর্বমোট ভোটার সংখ্যা ৩,৫৬,১২৬।
যার মধ্যে পুরুষ ভোটার: ১৭৭৭৪০ জন এবং মহিলা ভোটার ১৭৮৩৮৬ জন।
অত্র অফিসের বিভিন্ন কার্যক্রমসমূহ:
জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনসমূহ (জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) পরিচালনা করা, ভোটার তালিকা হালনাগাদ, জাতীয় পরিচয়পত্রের সেবা সংক্রান্ত কার্যক্রম সমূহ যেমন: আইডি কার্ড সংশোধন, ভোটার স্থানান্তর এবং হারানো/ডুপ্লিকেট কার্ড রিইস্যু।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস